অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে ১৫ কোটি টাকা ব্যায়ে ৩টি বহুমুখী একাডেমিক ভবন উদ্বোধন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২২ রাত ১০:৩০

remove_red_eye

২৮৪



এম নয়ন, তজুমদ্দিন থেকে : তজুমদ্দিন উপজেলার গোলকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,পশ্চিম আড়ালিয়া মাজেদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইন্দ্রনারায়পুর এম হোসাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বহুমুখী একাডেমিক ভবনের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
রবিবার সকালে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বহুমুখী দূর্যোগ আশ্রয়ন (এম,ডি,এস,পি) প্রকল্পের আওতায় এলজিইডি তজুমদ্দিনের বাস্তবায়নে প্রায় ১৫ কোটি টাকা ব্যায়ে ৩টি ভবনের উদ্বোধন করেন তিনি।

এসময় এমপি শাওন বলেন,সারাদেশের শিক্ষার মান উন্নয়ন ও শিশুদের মেধা বিকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুলগুলোকে ঢেলে সাজাচ্ছেন। একটি শিক্ষিত সমাজ দিতে পারে একটি শিক্ষিত জাতি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক ফজলুল হক দেওয়ান, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন,  শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান মিশু   তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদসহ আরো অনেকে।