অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


দৌলতখানে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মর্মান্তিক মৃত্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২২ রাত ১০:১১

remove_red_eye

২৭৬

বাংলার কণ্ঠ প্রতিবেদকঃ  ভোলায় ট্রাক্টর-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. আবুল খায়ের (৪০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহ¯পতিবার সকাল ১০টার দিকে  ভোলার দৌলতখান উপজেলার দলিল উদ্দিন খায়ের হাট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত মো. আবুল খায়ের দৌলতখান উপজেলার বায়তুল ফালাহ মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। তিনি দৌলতখান উপজেলার খায়ের হাট এলাকার বাসিন্দা।

পুলিশ স্থানীয়রা জানান, বৃহ¯পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষক আবুল খায়ের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দৌলতখান উপজেলার খায়ের হাট সংলগ্ন এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রæ গতিতে আসা ট্রাক্টরটির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দৌলতখান থানার ওসি মো. জাকির হোসেন সাংবাদিকদের জানান, ঘটনায় ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক্টরটির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





আরও...