অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় বাস ও মোটর সাইকেল এর সংঘর্ষে দুই ভাই নিহত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জুন ২০১৯ বিকাল ০৫:৪৭

remove_red_eye

৬৮৯

জুয়েল সাহা : ভোলায় মটরসাই‌কেল ও বা‌সের মূ‌খোমূ‌খি সংর্ঘ‌ষের ঘটনায় মোঃ ইকবাল (২৬) ও মোঃ সোহাগ (২০) না‌মে আপন দুই ভা‌য়ের মৃত্যু হ‌য়ে‌ছে। নিহতরা হ‌লেন ভোলার দৌলতখান উপ‌জেলার সৈয়দপুর এলাকার আব্দুল হ‌কের ছে‌লে।

আজ বৃহস্প‌তিবার দুপুর ৩ টার দি‌কে ভোলার বোরহানউ‌দ্দিন উপ‌জেলার বড় মা‌নিকা এলাকার ভোলা-চরফ্যাশন সগ‌কে এঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, নিহত দুই ভাই বোরহানউ‌দ্দিনে খাওয়াত খে‌তে আ‌সে। দাওয়াত খে‌য়ে দৌলতখান যা‌চ্ছিল। বড় মা‌নিকার ইদারার মোড় এলাকায় আস‌লে ভোলা থে‌কে চরফ্যাশন গামী র‌বিন চৌধুরী এক্স‌পেক্স নামক যাত্রীবা‌হি বাস‌টির সা‌থে মূ‌খোমূ‌খি সংঘ‌র্ষে সোহাগ ঘটনাস্থ‌লে মারা যায় ও ইকবাল মারাক্তক আহত হয়। প‌রে স্থানীরা তা‌কে উদ্ধার ক‌রে বোরহানউ‌দ্দিন উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে সেখানকার চি‌কিৎসকরা তা‌কে মৃত ব‌লে ঘোষনা ক‌রেন।

‌বোরহানউ‌দ্দিন থানার ও‌সি মোঃ এনামুল হক ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ ঘাতক বাস‌টি‌কে জব্দ ক‌রলেও ড্রাইভার পা‌লি‌য়ে যাওয়ায় তা‌কে আটক করা যায়‌নি। তি‌নি আ‌রো ব‌লেন, ড্রাইভার‌কে আট‌কের চেষ্টা করা হ‌চ্ছে। এবং নিহ‌ত‌দের লাশ ময়নাতদ‌ন্তের জন্য ভোলা সদর হাসপাতা‌লে পাঠা‌নোর প্রস্তু‌তি চল‌ছে।