অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে ফসলি জমিতে ইটভাটা স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২২ রাত ১০:০৯

remove_red_eye

২৭১

নিজস্ব প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে ফসলি জমিতে অবৈধভাবে ইটভাটা স্থাপনের প্রতিবাদে ভাটা অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ওই এলাকার সাধারণ মানুষ। বুধবার সকালে শম্ভুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ শম্ভুপুর সচেতন জনগোষ্ঠীর ব্যানারে শুভ সিটি ব্রিকসের সামনে মানববন্ধন করেন তারা।

এসময় বক্তারা বলেন, ফসলি জমিতে ইটভাটা স্থাপনের কোনও নিয়ম না থাকলেও অবৈধভাবে ফসলি জমিতে ইটভাটা স্থাপন করেছেন আবুল কাশেম হাওলাদার। এনিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হলেও ইটভাটা অপসারণে কোনও পদক্ষেপ নেননি তারা।

ইটভাটার কারণে আশেপাশের জমিতে চাষাবাদ বন্ধ হয়ে যাবে, পরিবেশ হুমকির মুখে পরবে। তাই ফসলি জমি পরিবেশ বাঁচাতে অবিলম্বে ইটভাটা অপসারণের দাবি জানান তারা।