অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


কোস্টগার্ডের অভিযানে ভোলায় ১ কোটি ৭ লাখ টাকা অবৈধ কারেন্ট জাল জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:৫১

remove_red_eye

২৭৬

বাংলার কণ্ঠ প্রতিবেদকঃ ভোলায় কোস্টগার্ড  দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালিয়ে দুটি বসত ঘর থেক প্রায় লাখ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে   সোমবার রাতে ভোলা সদর উপেজলার পূর্ব ইলিশা ইউনিয়েনর জংশন বাজার এলাকা থেক ওই জাল জব্দ করা হয় জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি লাখ ১০ হাজার টাকা

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল গনমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্ততে তারা অভিযান চালিয়ে জংশন এলাকার দুটি বসতঘরে তল্লাশী চারিয়ে লাখ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে তবে এসময় অবৈধ জালের সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি পরে জব্দকৃত জাল মৎস্য বিভাগের উপস্থিতে আগুনে পুড়িয় ধ্বংস করা হয়





আরও...