অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই জুন ২০১৯ রাত ০৯:৪০

remove_red_eye

৬৮০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ইলিশা নাদেরমিয়া হাট এলাকার মেঘনা নদী থেকে শনিবার দুপুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, জোয়ারের সময় লাশটি ভেসে আসে। নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে জেলে ও স্থানীয়রা পুলিশকে খবর দেয়। লাশটি ৪ /৫ দিন আগের হওয়ায় ফুলে ভেপে গেছে। গায়ে ছিল একটি গেঞ্জি। ধারনা করা হচ্ছে নিহত ব্যাক্তি লঞ্চ যাত্রী ছিলেন। ঈদে বাড়ি ফেরার সময় লঞ্চ থেকে পড়ে যেতে পারেন ।
ভোলা থানার ওসি মোঃ ছগির মিঞা জানান, পুলিশ লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এখন পর্যন্ত উদ্ধারকৃত মরদেহের কোন পরিচয় পাওয়া না যাওয়ায় আঞ্জুমানের মাধ্যমে দাফন করা হবে।