অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় জ্বালানি তেলের দোকানে ১৪ হাজার টাকা জরিমানা


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:৪৩

remove_red_eye

৩২৩

হাসনাইন আহমেদ মুন্নাঃ ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রীজ সংলগ্ন চরকালী এলাকায়  দুটি জ্বালানি তেলের দোকানে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার দুপুরে নির্ধারিত পরিমাপের চাইতে কম তেল বিক্রির অভিযোগে হাজী ভ্যারাইটিস স্টোরকে হাজার তাহমিদ লুব হাউজকে হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসান  জানান, এসব তেলের দোকানে বোতলে করে ¦ালানি তেল বিক্রি হচ্ছে এক লিটার বোতলে নির্দিষ্ট পরিমানের চাইতে ৭০ থেকে ৮০ এমএল কম বিক্রি হচ্ছিল এছাড়া দুই লিটার তেলের বোতলে এমএল তেল কম পাওয়া যায়

তিনি জানান, এতে করে ভোক্তারা চরমভাবে প্রতারিত হচ্ছিল তাই ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৮ ধারায় তাদের এই জরিমানা করা হয় এসময় অনান্য ব্যবসায়ীদেরকে আইন মেনে ব্যবসা করার জন্য বলা হয়





আরও...