অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনের মেঘনায় ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:৫৬

remove_red_eye

৩০৪

তজুমদ্দিন প্রতিবেদকঃ ভোলার তজুমদ্দিনের কোস্টগার্ড সদস্যরা মেঘনা নদী থেকে ভাসমান অজ্ঞাত পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে পোস্টমর্টেমের জন্য লাশ ভোলা মর্গে প্রেরণ করেছে

কোস্টগার্ড পুলিশ সূত্র জানায় সোমবার ( সেপ্টেম্বর) বেলা পৌনে এগারো টার সময় মেঘনা নদীর বাসনভাঙ্গা চর কাঞ্চন এলাকার মধ্যবর্তী এলাকায় কোস্টগার্ড সদস্যরা টহলরত অবস্থায় একটি ভাসমান লাশ দেখতে পায় পরে তারা লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে

তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান উদ্ধারকৃত লাশের মাথায় (টাক) চুল নেই, পরনে মেরুন কালার পাঞ্জাবি সাদা পায়জামা এবং একটি হাতঘড়ি ছিল বয়স অনুমান ৪০ থেকে ৪৫ হবে লাশ ফুলে গেছেপোস্টমর্টেমের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে