অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


মনপুরায় নতুন রিক্সা পেলো হতদরিদ্র প্রতিবন্ধী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই জুন ২০১৯ রাত ১০:১৩

remove_red_eye

৫৫৩

মনপুরা প্রতিনিধি :  ভোলার মনপুরা উপজেলায় এক হতদরিদ্র প্রতিবন্ধীর হাতে নতুন রিক্সা তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হতদরিদ্র ও ভিক্ষুকদের আতœনির্ভরশীল করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ।
বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মোঃ নয়নকে (৪৫) ভিক্ষুক পূর্নবাসন তহবিল থেকে একটি নতুন রিক্্রা প্রদান করা হয়। তার বাড়ী উপজেলার হাজির হাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাঁধের হাট এলাকায়। তিনি তিন ছেলে ও দুই মেয়ের জনক।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক একেএম শাহজাহান, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, ছাত্রলীগ সভাপতি শাসুদ্দিন সাগর, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ সুমন, সাংবাদিক মোঃ ছালাহউদ্দিন ও আবদুল্লাহ জুয়েল প্রমুখ।