অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় ১ হাজার ৭০ জন কৃষকদের মাঝে কৃষি প্রনোদণা বিতরণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০১৯ রাত ০৮:১৩

remove_red_eye

৮১৩

জুয়েল সাহা বিকাশ || ভোলা সদর উপজেলার ১ হাজার ৭০ জন কৃষকদের মাঝে রবি মৌসুমের কৃষি প্রনোদণা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ভোলা সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রনোদণা বিতরণ করা হয়।
সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন দৈনিক বাংলার কণ্ঠ’কে জানান, রবি মৌসুমের প্রনোদণার আওতায় সদরের ১৩ টি ইউনিয়নের ১ হাজার ৭০ জন কৃষককে প্রনোদণা দেওয়া হয়। এদের মধ্যে ৭ শ’ জন কৃষককে প্রত্যেকে ১ কেজি করে সরিষার বীজ, ২০ কেজে ডিএসপি ও ১০ কেজি এমওপি সার এবং ৩৭০ জন কৃষককে ২ কেজি করে ভূট্টার বীজ, ২০ কেজে ডিএসপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
তিনি আরো জানান, এ প্রনোদণা কৃষকদের রবি মৌসুমে কৃষি কাজে অনেক সহযোগীতা করবে।