অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে বিশেষ সভা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:৩০

remove_red_eye

২৫৫

হাসনাইন আহমেদ মুন্না ।।  ভোলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল  রাখতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে রবিবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: তৌফিক--লাহী চৌধুরী

এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান  মোশারেফ হোসেন দুলাল, জেলা খাদ্য নিয়ন্ত্রক সন্দিপ কুমার দাস, ভোলা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসান, পৌর কাউন্সিলর মো: শাহে আলম, মিথুন মোল্লা প্রমূখ

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির ফলে চালের বাজার নিয়ন্ত্রণে চলে এসেছে বাজারে অন্যান্য দ্রব্যের মূল্য স্থিতশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে বেশি মূল্য রাখার দায়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হচ্ছে তাই ব্যাপারে সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য জেলা প্রশাসক আহবান জানান





আরও...