অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ২৩০ জন আক্রান্ত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০২২ রাত ০৮:৫৫

remove_red_eye

২৮২

দেশে গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৬৬৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগের দিন ২ হাজার ৩৮২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৫৫ জন। এ সময়ে সংক্রমণ কমেছে ১ দশমিক ৫৮ শতাংশ। 
শনিবার করোনায় শনাক্তের হার ছিল ৬ দশমিক ৫১ শতাংশ। আজ তা সামান্য কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৯৩ শতাংশে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিনও এই রোগে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ৪৯৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১২ হাজার ৭৬১ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ২৭১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৪ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৯৬৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৯৮ জন। শনাক্তের হার ৪ দশমিক ৯৯ শতাংশ।

সুত্র বাসস





আরও...