অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় মানব কল্যাণ যুব সংঘ’র মতবিনিময় সভা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জুন ২০১৯ রাত ১০:০৯

remove_red_eye

৭৫০

এম শরীফ আহমেদ : ভোলায় সামাজিক সংগঠন “মানব কল্যাণ যুব সংঘ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গুলি মাধ্যমিক বিদ্যালয়ে এই মতবিনিময় সভা করা হয়। মতবিনিময় সভায় আলোচকরা সংগঠনটির আগামী দিনের লক্ষ ও উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গুলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুজ্জামান আনসারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানব কল্যাণ যুব সংঘের আহ্বায়ক মোঃহেলাল উদ্দিন মাষ্টার। যুগ্ম আহ্বায়ক মোঃআরিয়ান আরিফও রাকিবুল হাসান। সদস্য সচিব নূরনবী মাস্টার।সক্রিয় সদস্য মোঃ নোমান,মোঃ জুয়েল, মোঃ সজিব, মোঃ ওমর ফারক,মোঃ মামুন, মোঃফয়সাল,মোঃ সোহান,মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য,সংগঠনটি”আমরা সর্বদা আত্মমানবতার সেবায় নিয়োজিত” এই ¯েøাগান সামনে রেখে চলতি বছরের ১জুন প্রতিষ্ঠার পর থেকে এলাকায় রক্তদান কর্মসূচি, অসহায় মানুষের চিকিৎসা, মাদক বিরোধী কাজ, বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কাজ করে আসছে।