অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে জবর দখলের চেষ্টার ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:৪৫

remove_red_eye

৩৫৬

দৌলতখান প্রতিনিধিঃ ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ৩নং ওয়ার্ডে আদালতের নির্দেশ অমান্য করে এক বিধবার জমি জোড়পূর্বক জবর দখল করার চেষ্টার ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ৩নং ওয়ার্ডের নাসরিন জাহানের দখলীয় জমিতে মঙ্গলবার প্রতিপক্ষ জাহিদ হাওলাদার গ্রæ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু ভরাট করে জবর দখলের চেষ্টা করেন। বিধবা নাসরিন গ্রæ বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান শালিশি ফয়সালার মাধ্যমে বিষয়টি সমাধান করবে বলে বালু ভড়াটের কাজ বন্ধ করে দেয়। পরে ওই ঘটনায় দৌলতখান থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।

জাহিদ হাওলাদার জানান, স্থানীয় মুজিবুল হক হাওলাদারের স্ত্রী রোশনারা বেগমের কাছে কেনা জমি নিয়ে দীর্ঘদিন ধরে মৃত মামুন এর সাথে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার ওই জমিতে বালু ভরাটের সময় মৃত মামুনের স্ত্রী নাসরিন লোকজন নিয়ে বাধা দেয়। অপর দিকে নাছরিন জাহান শিবলী জানান, আমার স্বামী মামুন এর পৈত্রিক এবং কেনা ওই জমি। দীর্ঘদিন ধরে আমরা ভোগ দখল করে আসছি। প্রতিপক্ষ জাহিদ ওই জমি দাবি করে। নিয়ে মামলা চলমান রয়েছে। এমতাবস্থায় মঙ্গলবার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু ভরাট করে জবর দখলের চেষ্টা করছিল। তাই তাকে বাধা দেয়া হয়েছে।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ বজলার রহমান বলেন, উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।