অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জুন ২০১৯ রাত ১০:১৮

remove_red_eye

৫২৭

 

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় পুলিশ মো. রুবেল (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে । শুক্রবার সকালে লালমোহনের কালমা ইউনিয়নের বালুরচর এলাকার একটি বাগানে গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়। রুবেল ওই এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে। এ ঘটনাটি আতœহত্যা না হত্যা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর সাংবাদিকদের জানান, রুবেল ঢাকায় থাকতো। ঈদ করতে নানা বাড়ি আসে। ঈদের পর লালমোহনে খালু রশিদের সাথে পাবলিক টয়লেটে টাকা তুলতো। শুক্রবার সকালে তার নানা বাড়ি থেকে ৩০০ গজ দূরে খাল পাড়ে প্লাষ্টিক দড়ি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় পুলিশ খবর পেয়ে উদ্ধার করে। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা। বিকালে ময়নাতদন্ত শেষে তার পরিবারের সদস্যদের কাছে তার মৃতদেহ হস্তান্তর করা হয়।