অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে আদালতের নির্দেশ অমান্য করে বিধবার জমি দখলের অভিযোগ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২২ রাত ১০:১৮

remove_red_eye

৪৩৮

জসিম রানাঃ ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ৩নং ওয়ার্ডে আদালতের নির্দেশ অমান্য করে এক বিধবার জমি জোড়পূর্বক জবর দখল করে নিচ্ছে একটি মিদস্যু চক্র। থানার অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ৯নং ওয়ার্ডের মফিজল সিকদারের ছেলে মৃত মামুন সিকদার তার স্ত্রী নাছরিন জাহান শিবলী উত্তর জয়নগর ৩নং ওয়ার্ডের একটি জমি ক্রয় পৈত্রিক সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছিলো। কিছুদিন পূর্বে তাদের ভোগ দখলীয় জমির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় মিদস্যু চক্রের মূল হোতা দক্ষিণ জয়নগর ৯নং ওয়ার্ডের মঞ্জু হাওলাদারের ছেলে জাহিদুল ইসলাম সিজুর। বিগত দিনে সিজু গংরা মামুন গংদের তাদের ভোগ দখলীয় জমি হতে সমুলে উৎখাত কারা জন্য বিভিন্ন সড়যন্ত্রের জাল বুনতে থাকে। কিন্তু কোন ভাবেই মামুন গংদের ভোগ দখলীয় জমি হতে উৎখাত করতে পারেনি মিদুস্যরা। সম্প্রতি ক্যানসার রোগে আক্রান্ত হয়ে মারা যান মামুন সিকদার। সুযোগে মঙ্গলবার (৩০ আগষ্ট) সকাল থেকে উল্লেখিত জমিটি বালু ভড়াট করে নিজ দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে সিজু গংরা। এমাতবস্থায় মামুন গংরা বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান শালিশি ফয়সালার মাধ্যমে বিষয়টি সমাধান করবে বলে বালু ভড়াটের কাজ বন্ধ করে দেয়। উল্লেখ্য ইতোপূর্বে সিজুগংদের দাবীকৃত জমির মূল মালিক আবুল কালাম আজাদ গংরা বিষয়টি নিয়ে মামুন গংদের বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-এমপি ২৩/১৪। মামলাটি মাহামান্য আদালত আমলে নিয়ে খারিজ করে মামুন গংদের পক্ষে রায় প্রদান করেন। বর্তমানে আদালতের রায় কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সিজু গংরা মূল মালিক আজাদ গং ওই এলাকার একটি প্রভাবশালী চক্রের সেল্টারে অন্যায় ভাবে মামুন গংদের ভোগ দখলীয় জমিটি জবর দখল করে নেয়ার চেষ্টা চালাচ্ছে। স্থানীয় সূত্রে আরো জানাগেছে, মৃত মামুনের স্ত্রী বিধবা শিবলি বেগম উপায়-অন্ত না পেয়ে বিষয়টি সমাধানের জন্য দৌলতখান থানায় একটি অভিযোগ দাখিল করেণ। অন্যদিকে বিগত দিনে বিষয়ে দৌলতখান উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় গন্যমান্যরা একাধিকবার শালিশি বৈঠকে বসলেও শালিশদারদের কোন ফয়সালা মানতে রাজি হয়নি সিজু গং মূল মালিক আবুল কালাম আজাদ গংরা। বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রশানের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ক্তভোগী মামুন সিকদার ওই এলাকার সচেতন মহল। 

ব্যাপারে অভিযুক্ত জহিদুল ইসলাম সিজু জানান, বিক্রেতা মূল মালিক অবুল কালাম আজাদ আমাদেরকে যে স্থানে জমির দখল দিয়েছে আমারা সেখানেই জমি দখল নেয়ার চেষ্টা চলাচ্ছি। আমরা এখানে ক্রয় সূত্রে জমির মালিক হয়েছি।