অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট’র ওরিয়েন্টশন কর্মশালা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জুন ২০১৯ রাত ০৯:৫৩

remove_red_eye

১০৮৩

হাসনাইন আহমেদ মুন্না : ভোলায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট’র ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক। জেলা মৎস্য অধিদপ্তর কর্মশালার আয়োজন করে।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা: ওলিউর রহমান, কোষ্টগার্ডের ল্যফটেনেন্ট মো: শাকিল, প্রকল্পের উপ-পরিচালক মো: কামরুল ইসলাম, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান, সাংবাদিক অমিতাভ রায়, নেয়ামত উল্লাহ, কেন্দ্রীয় মৎস্যজীবী সমিতির জেলা শাখার সভাপতি মো: নুরুল ইসলাম, সম্পাদক আবুল কাশেম মাঝিসহ অন্যরা।
কর্মশালায় প্রকল্পের উপ-পরিচালক মো: কামরুল ইসলাম জানান, দেশের উপকূলীয় ১৬ টি জেলার ৭৫টি উপজেলার ৭৫০টি ইউনিয়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ২০১৮ সালে এর কার্যক্রম শুরু হয়ে ২০২৩ সাল পর্যন্ত চলবে। প্রকল্পের উদ্দেশ্য হলো সামুদ্রিক একান্ত অর্থনৈতিক অঞ্চলে মৎস্য জরিপ ও মজুত নিরূপন কর্মসূচি জোরদারকরণ এবং বিজ্ঞানভিত্তিক টেকসই মৎস্য মজুদ সংরক্ষণ ও ব্যবস্থাপনার উন্নয়ন ঘটানো।
তিনি বলেন, একইসাথে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নে অধিকতর কার্যকর পরিবীক্ষণ, নিয়ন্ত্রণ ও নজদারী পদ্ধতির বাস্তবায়ন। এছাড়া উপক’লীয় অঞ্চলের মৎস্য অবতরণ কেন্দ্র, সার্ভিস সেন্টার, মৎস্য বাজার উন্নয়ন করাসহ নানান কারণে এই প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৮’শ কোটি টাকা।