অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় কোভিড-১৯ প্রতিরোধে দি হাঙ্গার প্রজেক্টের টাউনহল মিটিং


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে আগস্ট ২০২২ রাত ১০:১২

remove_red_eye

৩০০



এম শরীফ আহমেদ : কোভিড-১৯ প্রতিরোধ; ঝুঁকি যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে  উদ্ধুদ্ধকরণ করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগসহ সরকারের  সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে জেলা পর্যায়ে টাউনহল মিটিং করেছে "দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ "। সোমবার  (২৯আগস্ট ) সকাল ১০টায় ভোলা সিভিন সার্জন কার্যালয় হলরুমে  ইউনিসেফ" এর সহযোগিতায়  এ টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়।

সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলা জেলা সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জেলা সিভিল সার্জন  কে,এম শফিকুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জেলা শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র, ভোলা জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন,ভোলা জেলা সিভিল সার্জন অফিস মেডিকেল অফিসার ডাঃ মোঃ তায়েবুর রহমান, দি হাঙ্গার প্রজেক্টের ডেপুটি ডিরেক্টর (কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্প) দিলিপ কুমার সরকার প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও ভোলা জেলা রোভার কমিশনার প্রফেসর পারভীন আখতার, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ রুহুল আমীন জাহাঙ্গীর, ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ধ্রুব চন্দ্র হালদার,ভোলা পৌরসভার কাউন্সিলর রাজিয়া সুলতানা,ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন,দি হাঙ্গার প্রজেক্টের সহকারী প্রোগ্রাম অফিসার মাহাদী হাসান তানভীর, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী মোঃ আশরাফউদ্দিন (মামুন) সহ  জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক,ধর্মীয় নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন দপ্তরের লোকজন উপস্থিত ছিলেন।

এর আগে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কাঙ্খিত ফলাফল সম্পর্কে ধারণা প্রদান করেন, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা।

বক্তব্যে বক্তারা বলেন,একধরনের লোকজন এখনো টিম নেয়নি আর এধরণের লেকজন সহজভাবে টিকা না নেওয়ার সম্ভাবনা বেশি। তাদেরকে প্রয়োজনে চাপ প্রয়োগ করে হলেও টিকা নেওয়ার ব্যবস্থা করতে হবে।

বক্তারা আরও বলেন, আমরা যেহেতু একেকজন একেক জায়গা প্রতিনিধিত্ব করছি, তাই এই সমাজের সবাইকে ভালো রাখার দায়িত্ব আমাদের নিতে হবে। কমিউনিটির সবাইকেও সচেতন রাখার জন্য প্রতিনিয়ত কাজ করতে হবে। পাশাপাশি উপস্থিত সবাই দি হাঙ্গার প্রজেক্টকে প্রশংসা করেন এমন মহৎ কাজ করার জন্য। হাঙ্গার প্রজেক্টের নানা কার্যক্রমে পাশে থাকবেন বলে সবাই আশ্বস্তও করেন।






আরও...