অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় কাজী নজরুলের ৪৬তম মৃত্যু বার্ষিকীতে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২২ রাত ১০:০৪

remove_red_eye

২৫০

 
বাংলার কন্ঠ প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যায় ভোলা প্রেসক্লাবে সাহিত্য আড্ডার আয়োজন করা হয়েছে। ভোলা প্রেসক্লাব এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক ফোরাম ভোলার আয়োজনে সাহিত্য আড্ডার মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালিত হয়।
ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে আড্ডায় অংশ নিয়েছেন অধ্যক্ষ এম. ফারুকুর রহমান, প্রবীণ সাংবাদিক আবু তাহের,  প্রেসক্লাবের সম্পাদক অমিতাভ রায় অপু, অ্যাডভোকেট শাহাদাত হোসেন শাহীন, পাঠক ফোরামের আহ্বায়ক জুন্নু রায়হান,  কবি মিলি বসাক, কবি নিহার মোশাররফ,  কবি মাকসুদুর রহমান, সংগীতশিল্পী রেহানা ফেরদাউস, শাহীন আফসার, সারমিন জাহান শ্যামলী, ভাষ্কর মজুমদার, মাহাবুব মোর্শেদ বাবুল, শিক্ষক রত্নেশ্বর হালদার, বিপ্লব পাল কানাই, ইমাম হোসেন, মেহেদী হাসান রাকিব, মহিউদ্দিন মৃধা, আব্দুল্লাহ আল মুনির, মোঃ মনিরুল ইসলাম, ফিরোজ মাহমুদ,  সুকান্তসহ শহরের বিশিষ্ট শিল্পী সাহিত্যিকবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
এসময় তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরে বলেন আজকের পৃথিবীতে কাজী নজরুলকে বড় ভীষণ প্রয়োজন।
 

 





আরও...