অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে বঙ্গবন্ধু-বিএনএফ শিক্ষাবৃত্তি প্রদান


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২২ রাত ০৯:৫১

remove_red_eye

৩২৮


চরফ্যাশন সংবাদদাতাঃ ভোলার চরফ্যাশনের আমিনাবাদ হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার দুপুরে সেভ দি পিপল কর্তৃক বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বঙ্গবন্ধু-বিএনএফ শিক্ষাবৃত্তি প্রদান ও “বঙ্গবন্ধু ও বাংলাদেশের অভ্যূদয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ বরাদ্দ ২০২১-২০২২ অর্থবছরের অর্থায়নে বাস্তবায়িত ‘স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বিতরণ কর্মসূচি’র আওতায় উপকারভোগীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও ক্লিনিং সামগ্রী বিতরণ করা হয়েছে।
অধ্যক্ষ একেএম শাহে আলমের সভাপতিত্বে সেভ দি পিপল এর নির্বাহী পরিচালক এম শাহিদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আবদুল্লাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলে এমরান প্রিন্স, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মামুন হোসেন, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দরিদ্র মেধাবী ৩৩ জন ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান ও দরিদ্র ১৭ পরিবারের মধ্যে সেমি-পাকা ল্যাট্রিন নির্মাাণ করে দেয়া হয়েছে।





আরও...