অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশের বিভিন্ন উদ্যোগ গ্রহণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২২ রাত ০৯:৪৭

remove_red_eye

৩৬৮


হাসনাইন আহমেদ মুন্নাঃ ভোলা জেলায় কিশোর অপরাধ/কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ। ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে কিশোর অপরাধীদের ডাটাবেজ তৈরির উদ্যোগ ও  একটি হটলাইন নাম্বার চালু করা হয়েছে। ডাটাবেজ তৈরির মাধ্যমে কিশোর গ্যাং’র উপর নজরদারী রাখা হবে। যাতে করে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হবার আগেই তা নিয়ন্ত্রণ করা যায়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্কুল/কলেজ ও পাড়া/মহল্লায় কিশোর অপরাধের তথ্য পাওয়া যাচ্ছে। তাই পুলিশ এদের সর্ম্পকে তথ্য সংগ্রহ করছে। তাদের ফিংগার প্রিন্ট, ছবি, ফেজবুক, টুইটার, টিকটক আইডি’র তথ্যগুলো নির্দিষ্ট ছকে রাখা হবে। নজরদারী বাড়ানো হবে তাদের কর্মকান্ডে। তবে এ ব্যাপারে সবাইকে আরো বেশি সচেতন হতে হবে। ফলে অনেকটাই কিশোর অপরাধ নির্মূল করা যাবে বলে এসপি মনে করেন।
এসপি আরো জানান, বিভিন্ন কারণে এসব কিশোর গ্রæপ দন্দে জড়ায়। অনেক সময় মারামারির পর্যায় যায়। দেখা যায় তাদের একজন মাদকে আসক্ত হলে অন্যরাও উৎসাহীত হয়। এদের অনেকেই এখনো অপরাধী হয়নি, কিন্তু অপরাধের জন্য ঝুঁকিপূর্ণ। তাই এদের তালিকা করা হচ্ছে। তালিকা অনুযায়ী তাদের অভিবাবকদেরও সচেতন করা হবে। এ লক্ষ্যে স্থানীয় জনসাধারণ যাতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করে, তাই পুলিশের পক্ষ থেকে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।





আরও...