অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


কোস্টগার্ডের হাতে অস্ত্র ও গুলিসহ শীর্ষ জলদস্যু ফরিদ গ্রেফতার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জুন ২০১৯ রাত ০৯:৫৬

remove_red_eye

৬৮৫

জুয়েল সাহা : কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ শীর্ষ জলদস্যু ফরিদ কমান্ডারকে গ্রেফতার কেরছে। এ সময় জলদস্যু ফরিদের কাছ থেকে চারটি বন্দুক, তিন রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি ছুরিসহ অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ফরিদ কমান্ডার লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী গ্রামের সালেহ আহমদের ছেলে বলে নিম্চিত করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। মঙ্গলবার ভোরে নোয়াখালী জেলার হাতিয়ার সোলেমান বাজার এলাকার একটি বসতবাড়ি থেকে তাকে গ্রেফফতার করা হয়।
মঙ্গলবার বিকেলে কোস্টগার্ড দক্ষিণ জোনের সহকারী পরিচালক (গোয়েন্দা) লেঃ কমান্ডার বিএন এম হামিদুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। এসময় তিনি জানান, ফরিদ কমান্ডার নদী পথে ডাকাতি, হত্যা, ধর্ষণ ও অপহরণ কর্মকান্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে নোয়াখালী সদর, সুবর্ণচর, হাতিয়া ও লক্ষীপুরের বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, জেলে অপহরণসহ বিভিন্ন অপরাধে ২২টিরও বেশি মামলা রয়েছে।