অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে বিদ্যুৎপিষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২২ রাত ১০:৩৩

remove_red_eye

৪১৮


বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎপিষ্ট হয়ে মো. শহিদুল্যাহ (৪০) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সাঁচড়া ইউনিয়নের দরুন বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ দূর্ঘটনা ঘটে। সে ওই ইউনিয়নের সাঁচড়া গ্রামের ইউনুছ তারার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন সন্ধ্যা ৬ টার দিকে পাশের ব্যবসায়ী তাঁর সাথে দেখা করতে যায়। সামনে না পেয়ে দোকানের পিছনের বারান্দায় গিয়ে তাঁর নিথর দেহ বৈদ্যুতিক মোটর এর উপর পরে থাকতে দেখে। তখন সে চিৎকার করলে পাশের অপর ব্যবসায়ী ও স্থানীয়রা এসে তাঁর মৃতদেহ উদ্ধার করে ৷ তাঁর পিঠে বিদ্যুৎ শর্টে পুড়ে যাওয়ার চিহ্ন দেখা যায় ৷
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার  অফিসার ইনচার্জ(ওসি) মো. শাহিন ফকির জানান, ওই ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।