অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সভাপতি আজিজুল ইসলাম সম্পাদক মো: হোসেন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২২ রাত ১০:৩০

remove_red_eye

৩৪৫



মোঃ ইসমাইল : ভোলা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ আজিজুল ইসলাম । সাধারণ স¤পাদক পদে বিজয়ী হয়েছেন মোঃ হোসেন । বৃহ¯পতিবার (২৫ আগস্ট) উৎস মুখের পরিবেশের মধ্যে দিয়ে ভোলা জেলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনে বেলা ১২ টায়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষ হয় বিকেল ৪ টায়। এতে ১২ টি পদে দুইটি প্যানেল নির্বাচনে অংশ নেয়।এতে প্রায় দুইশতাধিক সদস্য ভোট প্রদান করে থাকেন। আগামী ২ বছর এই নব নির্বাচিত কমিটির দায়িত্ব পালন করবে। সভাপতি হিসেবে ৯৪ ভোট পেয়ে বিজয়ী  হলেন মোঃ আজিজুল ইসলাম, প্রতিদ্বন্দি শামসুদ্দিন আলম পেয়েছে ৭২ ভোট। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছে মোঃ জামাল উদ্দিন। তিনি ভোট পেয়েছে ৮৬। তার প্রতিদ্বন্দি সাহে আলম বাবুল - ৮২,  হাসেম ৪৫,হাবিবুর রহমান ৭১। সাধারণ স¤পাদক হিসেবে বিজয়ী হলেন মোঃ হোসেন।তিনি পেয়েছেন ৯৮, তার পতিদ্বন্দি  সহিদুর রহমান জিন্নাহ পেয়েছেন ৬৫ ভোট। যুগ্ম সাধারণ স¤পাদক হিসেবে ১০২ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন মোঃ এমদাদুল হক ( রাসেদ) যুগ্ম অর্থ স¤পাদক হলেন ইলিয়াছ।তিনি পেয়েছেন ৯০ ভোট। সাংগঠনিক স¤পাদক হয়েছে বাবুল আহাম্মদ বাবুল।তিনি পেছেন ৮৩ ভোট। ক্রিয়া স¤পাদক পদে ১০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন  মোঃ মাসুদুর রহমান। নির্বাহী সদস্য, মোঃ নুরে আমল ১০০ ভোট, নুর হোসেন ৭৬,ফারুক ৭৩।নির্বাচনে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ আবুল হোসেন ও সহকারী নির্বাচন কমিশনার মোঃ জাকির হোসেন এবং সহকারী হিসেবে উপস্থিত ছিলেন সমীরচন্দ্র দে। প্রিজাইটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট হাবিবুর রহমান  বাচ্চু। সহকারী   প্রিজাইটিং অফিসার হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট ম ওদুদদ আহমেদ টুটুল মোট ভোটার সংখ্যা ১৬৭ জন।  কমিটির সদস্য সংখ্যা ১৩ জন। বিনা প্রতিদ্বন্দিতায় ক্যাশিয়ার হয় মোঃ বিল্লাল হোসেন।





আরও...