অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মনপুরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও আ’লীগের শোক সভা নিয়ে উত্তেজনা


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২২ রাত ১০:২৩

remove_red_eye

৩০৪



মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আবদুর রহমানের মৃত্যুতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। অপরদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকীর আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। এদিকে বিএনপি ও আওয়ামী লীগের পৃথক কর্মসূচীকে কেন্দ্র করে পুরো উপজেলা জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ৩ টায় উপজেলা সদর হাজিরহাট বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশর স্থান নির্ধারন করে উপজেলা বিএনপি। একই সময়ে উপজেলা সদর হাজিরহাট বাজারে আ’লীগের কার্যালয়ের সামনে শোক সভার আয়োজন করে আ’লীগ।
এর আগে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বরের নের্তৃত্বে একটি টিম পুলিশের সাথে দেখা করে সমাবেশের অনুমতি নেন। কয়েকটি শর্তে বিএনপিকে বিক্ষোভ সমাবেশের অনুমতি দেন বলে নিশ্চিত করেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ।
এদিকে বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলা আ’লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যায় জড়িতের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তরা বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে অবাঞ্চিত ঘোষনার পাশাপাশি প্রতিহত করার ঘোষনা দেন।
এদিকে আ’লীগের প্রতিহত করার ঘোষনা দেওয়ার পরই সংঘর্ষ এড়াতে উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ স্থগিত করা হয়েছে বলে উপজেলা বিএনপির একাধিক নেতা নিশ্চিত করেন। তারা এত তাড়াতাড়ি আ’লীগের মুখোমুখি হতে চায় না বলে জানান তারা।
তবে এই ব্যাপারে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর জানান, ২৫ আগস্ট কেন্দ্রীয় বিএনপির অনুষ্ঠান সূচীতে সাবেক এমপি নাজিম উদ্দিন আলম অংশগ্রহন করবেন। তাই তিনি উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকতে পারেবেনা বলে বিক্ষোভ সমাবেশ স্থগিত করা হয়েছে। এছাড়াও কৌশলগত কারনেও সমাবেশ স্থগিত করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে উপজেলা যুবলীগের সম্পাদক মনিরুজ্জামান মনির জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতের শাস্তির দাবীতে উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে। এছাড়াও ২০০৫ সালে হাজিরহাট বাজারে আ’লীগ দলীয় ব্যবসায়ীদের ৯ টি দোকান লুটপাট করার নির্দেশদাতা নাজিম উদ্দিন আলমকে অবাঞ্চিতর পাশাপাশি প্রতিহত করার ঘোষনা দেন তিনি।
এই ব্যাপারে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপি উপজেলা আ’লীগ কর্মসূচী রেখেছে। আগ থেকে নির্ধারিত ২৫ আগস্ট দুপুর ৩ টায় আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে শোক সভার আয়োজন করা হয়েছে।