অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে প্রবাসীর ঘরে হামলা লুটপাটের অভিযোগ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২২ রাত ১০:২১

remove_red_eye

৪১৬



বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়েরর ৬ নাম্বার ওয়াডের্র  মোসলেউদ্দিন নামের এক প্রবাসীর ঘরে হামলা ও লুটপাটের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। একই ওয়ার্ডের মৃত শফিজল হকের ছেলে মো. নুরুউদ্দিন ও মো. সোহাগ গং ওই ঘটনা ঘটিয়েছে বলে ওমান প্রবাসী মোসলেউদ্দিন ও তাঁর বাবা আবুল কালাম অভিযোগ করেন।
বৃহস্পতিবার মোসলেউদ্দিনের বাবা আবুল কালাম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মো. নুরুউদ্দিন ও মো. সোহাগকে  আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই ঘটনা ঘটেছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও এজাহার সূত্রে জানা যায়, আবুল কালামের সাথে প্রতিপক্ষ নূরউদ্দিন ও  সোহাগ গংদের দীর্ঘদিন থেকে বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পুরুষরা বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষ মো. নুরুউদ্দিন ও মো. সোহাগ সহ ৫-৬ জন অজ্ঞাতনামা লোকজন প্রবাসী মোসলেউদ্দিনের ঘরের দরজা ভেঙ্গে ঘরে লুটপাট চালায়। ওই সময় ওই প্রবাসীর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় নয় লাখ টাকার মালামাল নিয়ে যায়। এলাকাবাসী জানান, নুরউদ্দিন ও সোহাগ সন্ত্রাসী প্রকৃতির লোক। পূর্বেও  সোহাগ ও নুরুউদ্দিন একই বাড়ির এক মাদ্রাসার শিক্ষকের ছেলের কান কেটে দেয় ও মাথা ফাঁটিয়ে দেয়। ওই সময় তাদের বিরুদ্ধে স্থানীয় থাকায় একটি মামলা দায়ের হয়।
এব্যাপারে প্রতিপক্ষ নুরুউদ্দিন ও সোহগ জানান, বুধবার দিনে সামান্য বিষয় নিয়ে মোসলেউদ্দিন গংদের সাথে ঝগড়া হয়। রাতের ঘটনাটি মিথ্যা ও বানোয়াট।
বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির জানান,প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।