অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলা থেকে পাচারকালে ৪ হাজার ৩২০ লিটার ভোজ্য তেল জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২২ রাত ১০:১৮

remove_red_eye

২৮৩





বাংলার কণ্ঠ প্রতিবেদক  : ভোলা থেকে কাভার্ডভ্যানে করে ঢাকায় পাচারের সময় ২৪ ব্যারেল ভর্তি প্রায় ৪ হাজার ৩২০ লিটার সয়াবিন ও পামওয়েল তেল জব্দ করা হয়েছে। এ সময় ওই কাভার্ডভ্যানের ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে।  বৃহস্পতিবার ভোরে ভোলার ইলিশা ফেরিঘাট এলাকা  কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালিয়ে ওই তেলসহ কাভার্ডভ্যান জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল সাংবাদিকদের জানান, ভোলার দৌলতখান উপজেলা থেকে একটি কাভার্ডভ্যানে করে চোরাই তেল ঢাকায় পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা ইলিশা ফেরিঘাটে আজ সকালে অভিযান চালায়। এসময় ওই কাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে ২৪ ব্যারেল ভর্তি প্রায় ৭২০ লিটার পাম ওয়েল ও ৩ হাজার ৬০০ লিটার সয়াবিনসহ দুইজনকে আটক করা হয়। জব্দকৃত তেলসহ ওই কাভার্ডভ্যানের ড্রাইভার ও হেলপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয় ।





আরও...