অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষের মুখে হাসি ফোঁটে : শাওন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০১৯ রাত ০৮:১৫

remove_red_eye

৮৬২

লালমোহন প্রতিনিধি || ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিশ্রমের সুফল দেশবাসী ভোগ করছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু সহ মেঘা প্রকল্প বাস্তবায়ন এবং দেশের শান্তি ও স্থীতিশীলতা রক্ষা করে বিশ্বের দরবারে বাংলাদেশকে সম্মানিত করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষের মুখে হাসি ফোঁটে। রোববার লালমোহনে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌরসভার লঞ্চঘাট ও উত্তর বাজার ২টি ব্রিজ এবং কিচেন মার্কেট উদ্বোধন করে এমপি শাওন এসব কথা বলেন।
এসময় এমপি শাওন আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় ভোলার ব্যাপক উন্নয়ন হয়েছে। নতুন নতুন রাস্তা ঘাট হয়েছে। ব্রিজ নির্মাণ হয়েছে। প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকার কারণে ভোলা-বরিশাল ব্রিজও নির্মাণ হতে যাচ্ছে। সারা দেশের সাথে ভোলাবাসীর সড়ক যোগাযোগ হবে। ভোলাবাসীর দুর্ভোগ লাঘব হবে এ ব্রিজ নির্মাণ হলে।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ।