অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে জলদস্যু চক্রের দুই সদস্য জনতার হাতে আটক


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২২ রাত ১০:৫২

remove_red_eye

৩৯৬



নিজস্ব প্রতিবেদক,তজুমদ্দিন :  ভোলার তজুমদ্দিনে দুই জলদস্যুকে আটক করেছে স্থানীয় জেলেরা। সোমবার (২২-০৮-২০২২) তারিখ রাতে তজুমদ্দিন উপজেলাধীন ২ নং সোনাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে মোঃ আব্বাস (২৮) ও  আমির হোসেন(৩১) কে আটক করে তজুমদ্দিন থানায় সংবাদ দিলে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
থানা সূত্রে জানা যায়, তজুমদ্দিনের উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬নং-ওয়ার্ডের মেঘনা নদীর মধ্য বাসন ভাংগা চরের বাসন ভাংগা খালের মাথায় গত ১৬ আগষ্ট রাত অনুমান দের টার দিকে তজুমদ্দিন উপজেলার আরিফ মাঝি (২৬), ফারুক মাঝি(৪৮), মনির (৪২) , ভুট্ট(৩৮) , রুবেল(৩২) সহ আরো ৩/৪ জন জেলে তজুমদ্দিনের বাসন ভাংগা চরের মাথায় জাল ফেলতে যায়। এসময় আসামী তজুমদ্দিনের মোঃ আব্বাস (২৮)মোঃ আমির হোসেন(৩১)সহ বোরহানউদ্দিন উপজেলার আরো ৩/৪ জন মেঘনা নদীর উত্তর দিকে নৌকা দিয়ে এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জেলেদের নৌকায় স্বজোরে ধাক্কা দেয় এবং নৌকা থেকে ৫ জন জেলেকে অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে শশীগঞ্জ চৌমুহনী মাছ ঘাটের জেলেদের গদি ঘরের কেরানী মোঃ তামিম কে মোবাইল ফোনে কল করে প্রতি ছেলের জন্য মুক্তিপণ হিসেবে ত্রিশ হাজার টাকা দাবি করে এবং এ ঘটনার বিষয়টি থানা পুলিশ কে অবহিত করলে তাদেরকে হত্যা করিবে বলে হুমকি প্রদান করে।
পরবর্তীতে জেলেদের মুক্তিপনের টাকা মালিক পক্ষ বিভিন্ন নাম্বার থেকে সর্বমোট দের লক্ষ টাকা বিকাশের মাধ্যমে পাঠানো হয়। পরে ১৮-১৯ ঘন্টা বিভিন্ন স্থানে আটকে রেখে গত ১৭ আগষ্ট সকাল সাড়ে ৭ টার  সময় ছাইলার চর নামক স্থানে জেলেদের ছেড়ে দেয়।  
এর পর অপহৃত মাঝিদের উদ্ধার করার পরে জেলেরা জানান ,তাদের সাথে মোট ১০-১২ জন অপহরনকারী চক্র ছিল। তারা সকলেই মুখে মাস্ক পড়া অবস্থায় ছিল। জেলেদের সকালে বিকাশের দেওয়া টাকা আদান- প্রদান ও কথোপকথন কালে আব্বাস এবং আমিরকে জেলেরা চিনতে পারে। পরবর্তীতে জেলেরা বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও জেলেদের সহায়তায় অনেক খোঁজাখুজি করে ২২ আগষ্ট  স্থানীয় লোকজন সোনাপুর ইউনিয়নের ৬ নং-ওয়ার্ড থেকে সন্ধ্যায়  আব্বাস ও আমিরকে আটক করে রাখে এবং থানা পুলিশকে সংবাদ দিলে  পুলিশ গিয়ে তাদের কে তজুমদ্দিন থানায় নিয়ে আসে।
এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার এস আই মোঃ শামীম সরদার বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে, আসামিদের ভোলা জেল হাজতে পাঠানো হয়েছে।