অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২২ রাত ১০:৩০

remove_red_eye

২৮৩




 বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা ছাত্র দলের সভাপতি নুরে আলম ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার বিচারের দাবী ও জ¦ালানী তেল অস্বাভাবিক মৃল্য, বিদ্যুতের লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আসিফ আলতাফের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হায়দার আলী লেলিন।
সামবেশে এসময় বক্তারা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম জ¦ালানী তেলের অস্বাভাবিক মৃল্য, বিদ্যুতের লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা জানিয়ে বলেন, গত ৩১ জুলাই বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা বিএনপির শান্তি প্রিয় কর্মসূচিতে কেনো পুলিশ গুলি চালিয়েছে এর জবাব সরকারকেই দিবে হবে।





আরও...