অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় অ্যাম্বুলেন্সের চাপায় শিশুর মৃত্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২২ রাত ১০:৩৮

remove_red_eye

৩০১


অচিন্ত্য মজুমদার :  ভোলায় অটোরিকশা থেকে পড়ে অ্যাম্বুলেন্সের চাপায় আরিফ নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ৩টার দিকে সদর উপজেলার পৌর ৯ নং ওয়ার্ডের রূপসী সিনেমা হল সংলগ্ন পানের আড়ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ একই উপজেলার শিবপুর ইউনিয়নের মধ্যরতনপুর গ্রামের মোঃ বাসেদের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ২৫০ শয্যা ভোলা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে শিশু আরিফ বাবা মায়ের সাথে অটোরিকশায় বাড়ি যাচ্ছিল। পথি মধ্যে ভোলা পৌরসভার ৯নং ওয়ার্ডের রূপসী সিনেমা হল সংলগ্ন পানের আড়ত এলাকায় আরিফ অটোরিকশা থেকে পড়ে যায়। এসময় রাস্তায় একটি দ্রæতগামী এ্যাম্বুলেন্স আরিফকে চাপা দিলে সে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে। জেলা প্রশাসনের অনুমতি পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।





আরও...