অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় মহিলা দলের উদ্যোগে দোয়া মোনাজাত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২২ রাত ১০:৩৪

remove_red_eye

৪০৭



এইচ আর সুমন : ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় নিহত জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও সদর উপজেলা সেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমের রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা মহিলা দলের আয়োজনে সোমবার (২২ আগস্ট) বাদ আছর জেলা বিএনপির কার্যালয়ে এই শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট সাজেদা আখতারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদীকা শাহাজাদী সঞ্চালনায় শোকসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয়  নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দীন আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রমুখ।
 দোয়া মহফিলে নিহত ছাত্রদলের সভাপতি নূরে আলম ও সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ ভাবে দোয়া করা হয়। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সারাদেশ বিএনপির অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা বনি আমিন।





আরও...