অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বেশি দামে সার বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২২ রাত ১০:২৯

remove_red_eye

৩৫১



 
 বোরহানউদ্দিনে  সার ও বীজ সমন্বয় সভায় ইউএনও


বোরহানউদ্দিন প্রতিনিধি :  সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে । বর্তমান মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কৃষক ও কৃষিকে সমৃদ্ধ করতে সকল প্রকার পদক্ষেপ হাতে নিয়েছে । কৃষিকাজে সর্বোচ্চ ভুতর্কি দিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছেন সরকার । এর পরও কোন সার ডিলার অতিরিক্ত দামে সার বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে । সোমবার বিকালে উপজেলা নির্বাহি অফিসারের সভাকক্ষে উপজেলা , ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সার ডিলারদের সার ও বীজ সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন, ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার সাইফুর রহমান । সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকদের মতামত ও   অভিযোগ শুনেন ইউএনও । সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এইচ এম শামীম , সার ডিলার কায়কোবাদ মিয়া, হাজী সাফায়েত মিয়া, শহিদুল্যাহ হাওলাদার, মোঃ বকুল মিয়া, সুমন হাওলাদার প্রমূখ ।