অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধে যুবক নিহত,আহত-৫


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২২ রাত ১০:২৭

remove_red_eye

৩২৩




আকতারুল ইসলাম আকাশ :  ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত মহিন (২৭) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ৫ জন। গতকাল রাত আড়াইটার দিকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম)  হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ২১ আগষ্ট রবিবার সকালে উপজেলার সাচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত মহিন ওই ওয়ার্ডের হাবিবউল্লাহ মিয়ার ছেলে এবং বোরহানউদ্দিন কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য ও সাচড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব ছিলেন।
আজ সোমবার দুপুর ২টার দিকে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় গতকাল রাত ১০টার দিকে বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা হয়েছে। যাঁর মামলা নম্বর-১৭। তবে এখন পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাতান বাড়িতে আবদুল মজিব মীরের সঙ্গে একই বাড়ির মো. ইউছুফ মীর, মোকছেদুল মীর, হাবিবউল্লাহ মীর, মহিন, ইমাম হোসেন, নাজিমুদ্দিন ও সায়েম মীরের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা চলমান রয়েছে। কিন্তু হঠাৎ করে গতকাল সকালে বিরোধপূর্ণ জমিতে হাবিবউল্লাহ পক্ষের লোকজন ঘরের নির্মাণ কাজ শুরু করেন। ঘর নির্মাণ কাজে প্রতিপক্ষরা বাঁধা দিলে শুরু হয় সংঘর্ষ।

সংঘর্ষে মহিনসহ উভয়পক্ষের অন্তত ৫ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়।
ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক উন্নতি চিকিৎসার জন্য মহিনকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় রবিবার রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার কোনো আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারের চেষ্টা চলছে।