অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার মেঘনা নদী থেকে মাছ ধরার ৭ চাঁই জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২২ রাত ১০:২৪

remove_red_eye

৩৭৫




 বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার জেলা সদরের কাঠিরমাথার মেঘনা নদীতে সোমবার সকালে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৭টি চাঁই জব্দ করেছে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহসহ মৎস্য বিভাগের টিম। পরে চাইগুলো আগুনে পুরিয়ে দেয়া হয়।
মৎস্য বিভাগের প্রতিনিধি জানান, নিষিদ্ধ এমন চাই নদীতে পেতে ছোট মাছের প্রজাতি বিনষ্ট করা হয়। এই সব চাঁই না পাতার জন্য নির্দেশ দিলেও এক শ্রেনির মাছ ব্যবসায়ীরে প্ররোচনায় কিছু জেলে নদীতে ওই সব চাঁই পেতে রাখে। এক একটি চাই’র আকার ১০ থেকে ২০ ফুট উচু ও চওড়া। এর আগে বোরহানউদ্দিন ও দৌলতখানে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার নিষিদ্ধ জাল আটক করে পুরিয়ে দেয়া হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা।





আরও...