অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলা আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে জুন ২০১৯ বিকাল ০৪:৫০

remove_red_eye

৭২৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার সকালে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক আলোচান সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক। এ সময় বক্তরা বলেন, প্রান্তিক পর্যায়ে সেবা নিশ্চিত করতে স্বস্ব দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ভাবে কাজ করতে হবে। যাতে কোন মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত না হয় এবং হয়রানি শিকার না হয়।