অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


আওয়ামীলীগকে নেতৃত্বশূন্য করতেই ২১ আগষ্টের গ্রেনেড হামলা: এমপি শাওন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২২ রাত ১০:৫৯

remove_red_eye

২৬৫



মো. রুহুল আমিন, লালমোহন থেকে :  আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের সর্বোচ্চ  নেতাদের হত্যার মাধ্যমে আওয়ামীলীগকে নেতৃত্বশূন্য করতেই বিএনপি-জামায়াত জোট সরকার ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
রোববার সকালে লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এছাড়াও ২১ আগস্টের হামলা মামলার রায় দ্রæত কার্যকর করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। পরে গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ আরও অনেক। 

তজুমদ্দিন থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, তারেক রহমান ২১ আগষ্ট গ্রেনেড হামলার পরিকল্পনার সাথে জড়িত ছিলেন। তার সাথে মদদ যুগিয়েছিল বাবর, মুফতি হান্নান সহ হরকাতুল জিহাদের সদস্যরা। ২১ আগষ্ট গ্রেনেড হামলার পরে ঘাতক চক্রদেরকে নিরাপদে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগও করে দিয়েছিল তৎকালীন বিএনপি-জামাত জোট সরকার। ২১ আগস্ট ২০২২ রবিবার সকালে তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠন এর উদ্যোগে, প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (টেলিকনফারেন্স) ভার্চ্যুয়ালী যোগ দিয়ে এসব কথা বলেন এমপি শাওন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক ফজলুল হক দেওয়ান এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ টি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শশীগঞ্জ বাজার চত্বরে এসে শেষ হয় এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।