অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে ৩ লাখ ৫ হাজার টাকাসহ চোর গ্রেপ্তার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২২ রাত ১০:৫৬

remove_red_eye

৩১১



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরি হওয়া টাকা ও মোবাইলসহ মোঃ শহীদ (৫৩) নামে এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ তার কাছ থেকে চুরি হয়ে যাওয়া ৩ লাখ ১৫ হাজার টাকার মধ্যে ৩ লাখ ৫ হাজার ২শ’ টাকা, একটি মোবাইল ও একটি ঘড়ি উদ্ধার করা হয়।  রবিবার দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার।
এসময় তিনি বলেন, শনিবার রাতে ভোলার শহরের মোসলেউদ্দিন স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে কেনাকাটার জন্য মোঃ খোকন নামে এক ব্যক্তি প্রবেশ করেন। এ সময় তিনি তার সঙ্গে থাকা নগদ ৩ লাখ ১৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি ঘড়িসহ একটি শপিং ব্যাগ দোকানের মালামালের উপর রেখে তিনি অন্য মালামাল ক্রয় করছিলেন। ওই সময় মোঃ শহীন নামে অপর এক ব্যক্তি দোকানে ঢোকে নগদ টাকাসহ মোবাইল ফোন ও ঘড়ি ভর্তি শপিং ব্যাগটি কৌশনে নিয়ে পালিয়ে যায়। পরে রাত পৌনে ১২ টার দিকে  ৯৯৯ নম্বরে  কল করে অভিযোগ জানানো হয়।  এর পর ওই প্রতিষ্ঠানে সিসি ক্যামেরার ফুটেজ দেখে  রবিবার ভোরে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মোঃ শহীদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে নগদ ৩ লাখ ৫ হাজার ২শ’ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও মোঃ শহীদের দেওয়া তথ্য অনুযায়ী মোবাইল ফোন ও ঘড়ি উদ্ধার করা হয়।







আরও...