অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সাথে সরাসরি জড়িত : তোফায়েল আহমেদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২২ রাত ১০:৫৪

remove_red_eye

২৬৫




ভোলায় আওয়ামী লীগের  আয়োজনে ২১ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ২১ আগষ্ট গ্রেনেড হামলাসহ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য বার বার চেষ্টা করা হয়েছে। এমনকি কোটালি পাড়ায় ৭৬ কেজি বোমা পুতে রাখা হয়েছিলো যাতে শেখ হাসিনাকে হত্যা করা যায়। আল্লাহর অসীম রহমতে তিনি প্রতিবারই বেঁচে গেছেন। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে।  এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। যেই শক্তি ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা এখনো সক্রিয়। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সাথে সরাসরি জড়িত। এ কথা রশিদ ও ফারুক বিবিসিতে প্রকাশ করেছে। আওয়ামীলীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্যও আহবান জানান তিনি।  
রবিবার (২১ আগস্ট) দুপুর ১২ টার দিকে ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে ২১ আগস্ট উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে আমরা আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলাম। সে পতাকা হাতে নিয়ে তিনি নিষ্ঠা ও সততার সাথে আজকে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। বঙ্গবন্ধুর লক্ষ ছিল বাংলাদেশকে স্বাধীন করা, সে লক্ষ তিনি পুরণ করে গেছেন। আরেকটি লক্ষ ছিল বাংলাদেশকে রূপসী ও সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। সেই আশা সমাপ্ত করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলশভাবে পরিশ্রম করে চলেছেন।
তোফায়েল আহমেদ ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা উল্লেখ করে বলেন, সে দিনের কথা আমার স্মৃতির পাতায় ভেসে উঠে। নারী নেতৃ আইভ রহমান আমাদের খুব আপন ছিলেন। তিনি এভাবে চলে যাবেন আমরা কখনো ভাবিনি। বাংলাদেশের ইতিহাসে ২১ আগষ্ট একটা কলঙ্কময় দিন। আগষ্ট মাস খুব কষ্টের মাস। এ মাসে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে।  ২১ আগষ্ট গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। আগষ্ট মাসে সারা দেশে এক যোগে ৫০০ বোমা নিক্ষেপ করা হয়েছে। এ সময় দলীয় নেতা-কর্মীদের এক ও অভিন্ন থাকার আহŸান জানান তিনি।
আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে এ সময় বক্তব্য  রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম ,সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার,  সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ প্রমূখ। পরে ২১ আগষ্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।





আরও...