অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ঝড়ের কবলে ভোলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ ৭০ যাত্রীকে উদ্ধার করলো কোস্টগার্ড


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে আগস্ট ২০২২ রাত ১০:৩২

remove_red_eye

৩১১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বৈরী আবহাওয়ার ভোলা থেকে ঢাকায় যাওয়ার পথে এমভি আল ওয়ালিদ-৯ লঞ্চ  ঝড়ের কবলে পড়ে। শুক্রবার রাত ১২টার দিকে বরিশালের কালিগঞ্চ উলানিয়া লঞ্চঘাট এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে লঞ্চটি। ওই সময় কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা লঞ্চ থেকে প্রায় ৭০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করেছে। শনিবার এ তথ্য নিশ্চিত করে কোস্ট গার্ড দক্ষিণ জোন।
 কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শাফিউল কিঞ্জল জানান, শুক্রবার রাত ১০টার দিকে  ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে 'এম ভি আল-ওয়ালিদ ৯' নামের যাত্রীবাহী লঞ্চ  প্রায় ৬০-৭০ জন যাত্রীসহ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। রাত ১২টার দিকে কালিগঞ্জের উলানিয়া লঞ্চঘাটের পন্টুনে ঘাট দেয়ার সময় বৈরি আবহাওয়ার কারনে লঞ্চটি পন্টুনের পাশে বøকের উপর উঠে যায়। এ ঘটনা তাৎক্ষনিক কোস্ট গার্ড জানতে পেরে লঞ্চে থাকা যাত্রীদের উদ্ধারে একটি বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের  ক্ষয়ক্ষতি ছাড়া উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেয়। উদ্ধার অভিযানে কোস্ট গার্ডের পাশাপাশি নৌ পুলিশ ও স্থানীয়রাও সহায়তা করে।





আরও...