অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে আগস্ট ২০২২ রাত ১০:২৯

remove_red_eye

৪০৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায়  জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে কিট প্যারেডে অভিবাদন গ্রহণ করেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় এসপি অফিসার ও ফোর্সদের সরকারি ইস্যুকৃত মালামাল পরিদর্শন ও এসবের যথাযথ ব্যবহারে গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশ একটি সু-শৃঙ্খল বাহিনী। তাই আমাদের পোষাকেও এর বহি:প্রকাশ থাকতে হবে। এসপি উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের পেশাদারিত্বের সাথে কাজ করে জনগণের আস্থা অর্জন করার নির্দেশ দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরহাদ সরদার কিট প্যারেডে কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান, পুলিশ লাইন্স’র আরআই মো: খবিরউদ্দিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ এসময় উপস্থিথ ছিলেন।





আরও...