অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় আরো ২টি গ্যাসের অনুসন্ধান কূপ দ্রুত খনন করা হবে : প্রতিমন্ত্রী নসরুল হামিদ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২২ রাত ১০:৪৯

remove_red_eye

৩১৬



  ভোলার শাহবাজপুরে নতুন গ্যাস কূপ খনন উদ্বোধন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। শুক্রবার (১৯ আগস্ট) গ্যাস ক্ষেত্রের টবগী-১ কূপটির খনন উদ্বোধন করেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেন।
এ বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন,‘আমরা আশা করছি এই কূপ থেকে দৈনিক ২০/২৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস পাওয়া যাবে। এ প্রকল্পের আওতায় দ্রæতই আরও দুটি অনুসন্ধান কূপ ইলিশা-১ ও ভোলা নর্থ-২ খনন করা হবে। দেশীয় জ্বালানি অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার করেছে সরকার। এ লক্ষ্যে ২০২২-২৫ সালের মধ্যে আমরা ৪৬টি নতুন অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছি।
জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পর বর্তমান সরকারের নেতৃত্বে জ্বালানি বিভাগ এ পর্যন্ত ২১টি অনুসন্ধান, ৫০টি উন্নয়ন ও ৫৬টি ওয়ার্কওভার কূপ খনন করেছে।  যার হাত ধরে বাংলাদেশ পেয়েছে পাঁচটি নতুন গ্যাসক্ষেত্র। দেশীয় খনিজসম্পদ অনুসন্ধানে জোর দেওয়ার কারণেই ২০১৮ সালে আমাদের গ্যাস উৎপাদন বেড়ে দাঁড়ায় দৈনিক ২৭৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ), যা ২০০৯ সালে ছিল দৈনিক ১,৭৪৪ এমএমসিএফ। কূপগুলোর রিজার্ভ কমতে থাকায় উৎপাদন কিছুটা হ্রাস পেলেও এলএনজি-সহ বর্তমানে বাংলাদেশের দৈনিক প্রাকৃতিক গ্যাস সরবরাহ প্রায় ৩,৩০০ মিলিয়ন ঘনফুট।