অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২২ রাত ১০:৪৫

remove_red_eye

৩৩২




  হাসনাইন আহমেদ মুন্না  : ভোলা জেলার উপজেলা সদরে তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রম বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় বুধবার বেলা সাড়ে ১১ টায় সদরের আলীনগর ইউনিয়নের ৫৪ নং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সভায় প্রায় ৩শত নারী উপস্থিত ছিলেন।
জেলা তথ্য কর্মকর্তা মো: নুরুল আমিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সহকারী  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান। বক্তব্য দেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আফসার উদ্দিন বাবুল, প্রাধান শিক্ষক রাবেয়া ইয়াসমিন, স্কুল শিক্ষক জামাল হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, শিক্ষিত জাতি গঠনের অন্যতম শর্ত হলো শিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল মা। মায়েরা সচেতন হলে এর ইতিবাচক প্রভাব সন্তানের উপর যেমন পড়ে, অন্যদিকে উদাসীন হলেও নেতিবাচক প্রভাব পড়ে। তাই সন্তানরা কোথায় যায়, কার সাথে মেশে ইত্যাদী বিষয়ে মায়েদের আরো বেশি সচেতন হতে হবে। এ সময় বাল্য বিবাহ, ইভটিজিং, মাদকসহ সমাজের বিভিন্ন ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
 





আরও...