অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় ১৪ শ’ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে জুন ২০১৯ রাত ১০:৩৭

remove_red_eye

৬২০

জুয়েল সাহা : ভোলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ সুকুমার মিস্ত্রী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৪ শ’ ৫ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগত ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত সুকুমর বরিশাল জেলার বাকেরগঞ্জ এলাকার বাসিন্দা।
সোমবার দুপুর দেড় টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা-লক্ষীপুর রুটের ইলিশা ফেরিঘাট পল্টুন থেকে তাকে আটক করা হয়।
ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, লক্ষীপুর থেকে নৌ রুটে ভোলায় বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোলা মডেল থানার ওসি মোঃ ছগীর মিঞার নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে লক্ষীপুর থেকে ইলিশা ফেরিঘাটে আসা যাত্রীবাহি কুতুবদিয়া লঞ্চের যাত্রী ওই মাদক ব্যবসায়ী সুকুমার মিস্ত্রীকে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ তাকে আটক করে। ওই মাদক ব্যবসায়ী লক্ষীপুর থেকে বাকেরগঞ্জ যাচ্ছিল। ইলিশা ফেরি ঘাট এসে লঞ্চ পরিবর্তন করে অন্য লঞ্চে করে যাওয়ার প্রস্তুতি নেওয়া সময় তাকে আটক করা হয়। আটককৃতকে জিজ্ঞাসাবাদ চলছে।
তিনি আরো জানান, মাদকসহ সব ধরণের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত থাকবে।