অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলা-ঢাকাসহ বিভিন্ন রুটে লঞ্চের ভাড়া বৃদ্ধি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২২ রাত ১১:২৬

remove_red_eye

৩৮৯১




কামরুল ইসলাম :  জ্বালানি তেলের দাম বৃদ্ধি কারনে দ্বীপ জেলা ভোলা থেকে ঢাকাসহ বিভিন্ন নৌ রুটে লঞ্চ মালিকরা ভাড়া বৃদ্ধি করেছে। এতে করে যাত্রীরা ক্ষোভ করেছে। তবে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ভাড়া বৃদ্ধি করেনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থার নোটিশ অনুযায়ী, ঢাকা-ভোলা-খেয়াঘাট ১৯৫ কিলো মিটার দূরত্বে লঞ্চের ডেকে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৪৭ টাকা, সিঙ্গেল কেবিন ২ হাজার ১৮৮ টাকা ও ডাবল কেবিন ভাড়া ৪ হাজার ৩৭৬ টাকা। এছাড়াও ঢাকা-চরফ্যাশনের বেতুয়া রুটের ২৪৬ কিলো মিটার দূরত্বে ডেকে ৬৮০ টাকা, সিঙ্গেল কেবিন ২ হাজার ৭২০ ও ডাবল কেবিন ৫ হাজার ৪৪০ টাকা, ঢাকা-বোরহানউদ্দিন রুটের ১৯৩ কিলোমিটার দূরত্বে ডেকে ৫৪২ টাকা, কেবিন ২ হাজার ১৬৮ ও ডাবল কেবিন ৪ হাজার ৩৩৬ টাকা, ঢাকা-দৌলতখান রুটের ১৭৯ কিলোমিটার দূরত্বে ডেকে ৫০৫ টাকা, সিঙ্গেল কেবিন ২ হাজার ২০ ও ডাবল ৪ হাজার ৪০ টাকা, ঢাকা-লালমোহন রুটের ২০১ কিলোমিটার দূরত্বে ডেকে ভাড়া ৫৬৩ টাকা, সিঙ্গেল কেবিন ২ হাজার ২৫২ ও ডাবল কেবিন ভাড়া ৪ হাজার ৫০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।



মঙ্গলাবার ভোলা ইলিশা লঞ্চঘাটে গেলে যাত্রীরা জানান, ভোলার ইলিশা থেকে ঢাকা রুটে চেয়ার সিটে আগে জনপ্রতি ভাড়া আগের চাইতে ১০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। আগে যেসব চেয়ার সিটের ভাড়া ছিলো ৬০০ টাকা তা এখন নেয়া হচ্ছে ৭ শত টাকা এবং ৭০০ টাকার ভাড়া নেয়া হচ্ছে ৮০০  টাকা করে। এছাড়া কেবিনের ভাড়াও বৃদ্ধি করা হয়েছে। আগে সিঙ্গেল কেবিনের ভাড়া এক হাজার টাকা নেয়া হলেও তা বাড়িয়ে নেয়া হচ্ছে এক হাজার ২ শত টাকা এবং ডাবল কেবিনের ভাড়া ১ হাজার ৮ শত টাকা থেকে বাড়িয়ে এখন নেয়া হচ্ছে  ২ হাজার টাকা নেয়া হচ্ছে। এছাড়া ভোলা-ল²ীপুর রুটের ভাড়া ১৮০ টাকা থেকে বাড়িয়ে নেয়া হচ্ছে ২ শত টাকা করে।  
 গ্রীন লাইন লঞ্চের প্রতিনিধি রিয়াজ উদ্দিান  জানিয়েছেন, তারা ভাড়া বৃদ্ধি করেনি। তারা সরকার নির্ধারিত আগের ভাড়াই তারা নিচ্ছে। ভোলা-ঢাকা রুটে দোতালায় চেয়ার সিটে তাদের পূর্বর ভাড়া নির্ধারন করা ছিলো ৮০০ টাকা। তারা সেই ভাড়াই নিচ্ছেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর  সরকারি বাড়তি ভাড়া তারা এখনো নিচ্ছে না। কর্নফুলী লঞ্চের প্রতিনিধি আলাউদ্দিন জানান, ভোলা-ডাকা রুটে সিঙ্গের কেবিনের সরকারি নতুন ভাড়া ২১৮৮ টাকা নির্ধারন করা হলেও তারা নিচ্ছেন এক হাজার ২ শত টাকা। তারা নতুন বর্ধিত ভাড়া বৃদ্ধি করেনি।
ভোলার ইলিশা থেকে ঢাকার নৌ রুটে দূরত্ব ১৫৫ কিলোমিটার ও ইলিশা থেকে ল²ীপুর রুটে মৌজু চৌধুরীর হাটের দুরুত্ব ৪৬ কিলোমিটার ।