অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় পুনাকের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন কবিতা আবৃত্তি প্রতিযোগীতা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২২ রাত ১১:২৩

remove_red_eye

৩৩৪





বাংলার কণ্ঠ প্রতিবেদক :  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জতীয় শোক দিবস উপলক্ষে ভোলায় পুলিশ নারী কল্যান সমিতির (পুনাক) আয়োজনে শিশু কিশোরদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বিকালে ভোলা পুলিশ লাইনে পুলিশ নারী কল্যান সমিতির সভানেত্রী নুরজাহান ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ভোলা পুলিশ সুপার  মো: সাইফুল ইসলাম। শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা , কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতায় ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা অংশ নেয়। পরে  বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার,  ভোলা পুনাকের সাধারন সম্পাদিকা সৈয়দা জান্নাতা ইসলাম, সহ সভানেত্রী তানজিন তৃষাসহ পুনাকের সদস্যবৃন্দ ।





আরও...