অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতাকে স্মরণ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২২ রাত ১১:৪০

remove_red_eye

৩৮৫



বোরহানউদ্দিন প্রতিনিধি :  ভোলার বোরহানউদ্দিনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে সোমবার জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদতবার্ষিকীতে শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে উপলক্ষে শাহাদতবরণকারীদের স্মরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি বোরহানউদ্দিন পৌরসভা, উপজেলা আ’লীগ, ভোলা পলিটেকনিক, সরকারি আব্দুল জাব্বার কলেজ, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা, ওজোপাডিকো নানা আয়োজনে দিবসটি পালন করে। সোমবার সকালে উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমানের নেতৃত্বে বিশাল শোক র‌্যালী উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। শোক র‌্যালিতে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি- পেশার লোকজন অংশ নেন। এরপর উপজেলা চত্বরে প্রথমে সাংসদ আলী আজম মুকুল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। একে একে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দল ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আলী আজম মুকুল এমপি। আরও বক্তৃতা করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মহব্বতজান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, ওসি মো. শাহিন ফকির, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান,উপজেলা আ‘লীগ সভাপতি মো. জসিমউদ্দিন হায়দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আহমদউল্যাহ। আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বেলা সাড়ে ১২ টার দিকে বোরহানউদ্দিন ওজোপাডিকো অফিস চত্তরে ওই দপ্তরের আয়োজনে আলোচনা সভা,   দোয়া মাহফিল, দু:স্থদের মাঝে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। আবাসিক প্রকৌশলী ফিরোজ হোসেন সন্যামতের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপ-সহকারী প্রকৌশলী হুমায়ূন কবির, মো. রোকনুজ্জামান, উপজেলা সেচ্ছ্বাসেবক লীগের নেতা মোহাম্মদ আলী হীরা,  মো. লিটন প্রমুখ। এছাড়া বোরহানউদ্দিন কামিল (আলিয়া) মাদ্রাসা, ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট, সরকারি আব্দুল জব্বার কলেজ, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজে বৃক্ষরোপন, আলোচনা সভা, দোয়া মোনাজাত সহ নানা কর্মসূচি পালন করে।