অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২২ রাত ১১:৩৭

remove_red_eye

২৭২


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলায় নানান আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৭তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা হয় । সকাল ৯ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কোরআন খতম করা হয়। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো: তৌফিক ই লাহী চৌধুরী, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম পুস্পার্ঘ অর্পন করেন। এছাড়া বিভিন্ন সরকারি,বেসরকারি প্রতিষ্ঠান, কোস্টগার্ড, ভোলা মুক্তিযোদ্ধা সংসদ, ভোলা পৌর সভা, ভোলা সদর উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সিভিল সার্জন অফিস, সদর হাসপাতাল, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ,রূপালী ব্যাংক, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পু®পার্ঘ অর্পণ করা হয়।  পরে দোয়া মোনাজাত করা হয়। বাদ যোহর মসজিদে দোয়া মোনাজাত করা হবে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে। এছাড়াও শিশু একাডেমীর আয়োজনে চিত্রাঙ্কন,কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে। ভোলা পৌর সভার মোহাম্মদ মনিরুজ্জামানের আয়োজনে পৌর সভা কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৭তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।  ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে রচনা,  কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। এছাড়াও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।  এ ছাড়াও ভোলা জেলার দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন,তজুমদ্দিন,চরফ্যাসন ও মনপুরায় উপজেলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৭তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।





আরও...