অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ | ১৪ই চৈত্র ১৪৩০


ভোলায় শিশু কিশোরদের সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২২ রাত ১০:২৪

remove_red_eye

১৪১





বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে দুই দিন ব্যাপী অশ্রæঝরা আগষ্ট এর কর্মসূচি শুরু হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিশু কিশোরদের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  এ সময় চিত্রাংকন , কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে ঢাকা থেকে ভাচুয়ালী যুক্ত হয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ,সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ শিশুদের শুভেচ্ছা জানান। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলাদার, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুস,পৌর আওয়ামীলীগের সম্পাদক আলী নেওয়াজ পলাশসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। অপর দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সোমবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করা হবে, ১০ টায় কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলীয় নেতৃবৃন্দ। এর পর আলোচনা সভা শেষে  শহরে শোক র‌্যালী বের হবে। দুপুরে  জেলা পরিষদ চত্বরে দোয়া ও মিলাদ অনুষ্ঠান শেষে খাবার বিতরণ করা হবে দরিদ্রসহ সকল শ্রেনির মানুষের মধ্যে।