অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


জেলা আ’লীগের আয়োজনে ভোলায় আজ শুরু হচ্ছে দু’দিনের অনুষ্ঠান অশ্রুঝরা আগষ্ট


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই আগস্ট ২০২২ রাত ১১:২৯

remove_red_eye

২৫২




বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ রবিবার থেকে শুরু হচ্ছে জেলা আওয়ামী লীগের আয়োজনে দুই দিনের অগ্নিঝরা আগষ্ট কর্মসূচি। এই কর্মসূচীর উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠনক বঙ্গবন্ধুর একান্ত সহচর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।  রবিবার সকাল ৯টায় উপজেলা হল রুমে হবে শিশু কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা। এ সময় চিত্রাংকন , কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় অংশ নিবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তিন শতাধিক সেরা শিশুকে পুরস্কার দেয়া হবে। সোমবার সকালে ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় পতাকা রউত্তোলন করা হবে। সাড়ে ৬ টায় বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলীয় নেতৃবৃন্দ। ১০ টায় কালো ব্যাজ ধারণ। সাড়ে ১০ টায় দলীয় কার্যালয়ে আনুষ্ঠিত হবে আলোচনা সভা।  ১২ টায়  শহরে শোক র‌্যালী বের হবে। বিভিন্ন ইউনিয়ন থেকে পৃথক ব্যানার নিয়ে নেতাকার্মীরা এতে অংশ নিবেন। দুপুরে  দোয়া ও মিলাদ অনুষ্ঠান শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে খাবার বিতরণ করা হবে দরিদ্রসহ সকল শ্রেনির মানুষের মধ্যে। অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে রয়েছেন জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব । অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন  জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু ।





আরও...